Saturday, February 8, 2025
বাড়িরাজ্যসন্দেহজনকভাবে আটক রোহিঙ্গা

সন্দেহজনকভাবে আটক রোহিঙ্গা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ এপ্রিল : বুধবার রাতে ধর্মনগর স্টেশন থেকে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসে আসা তিন রোহিঙ্গাকে আটক করল ধর্মনগর থানার পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। জানা যায়, বুধবার রাতে যখন দিল্লি থেকে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস ট্রেনটি ধর্মনগর পৌঁছায়, তখন গোপন সুত্রের ভিত্তিতে ধর্মনগর থানার পুলিশ রেল স্টেশন থেকে ৩ জন পুরুষ , একজন মহিলা এবং দুই শিশুকে সন্দেহজনকভাবে আটক করে তাদেরকে ধর্মনগর থানায় নিয়ে আসে।

 জিজ্ঞাসাবাদে জানতে পারে মহিলার কাছে ইউনাইটেড কিংডম এর বৈধ কাগজপত্র রয়েছে। কিন্তু তিনজন পুরুষের কাছে কোন বৈধ কাগজপত্র নেই। ধৃত তিন পুরুষের নাম হাফিজুর রহমান, রহমান শাহ এবং মহাম্মদ ইয়াসিন তারা মায়ানমার বাসিন্দা। তাদেরকে বাংলাদেশ থেকে আত্মীয়-স্বজন এসে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু কোন আত্মীয়-স্বজন না আসায় ফরেন এক্টে এবং পাসপোর্ট এক্টে আদালতে পাঠানো হয়েছে । এসডিপিও সৌম্য দেববর্মা জানান আইন অনুযায়ী তাদের প্রতি ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে মহিলার কাছে বৈধ কাগজ থাকায় মহিলা এবং শিশু দুটিকে ছেড়ে দেওয়া হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য