স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ এপ্রিল : রাগনা বি ও পি এলাকা দিয়ে সীমান্তের বেড়া কেটে গরু চুরি করতে এসে বি এস এফ -এর গুলিতে আহত ১ বাংলাদেশি। বাকি ৪ জন পালিয়ে যেতে সক্ষম হয়। আহত বাংলাদেশির নাম নজরুল মিয়া। বর্তমানে উত্তরজেলা হাসপাতালে চিকিৎসাধীন। জানা যায়, বৃহস্পতিবার ভোর তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে পাঁচজনের এক বাংলাদেশি দল সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে ভারতে প্রবেশ করে। কর্তব্যরত ১৩৯ নং ব্যাটালিয়ানের জওয়ানরা ঘটনা বুঝতে পেরে ধাওয়া করে।
তখন বাংলাদেশীদের পক্ষ থেকে আগ্নেয়াস্ত্রের ঝলঝলানি দেখা যায়। কর্তব্যরত বিএসএফ জওয়ান চার রাউন্ড গুলি চালায়। তারমধ্যে একটি গুলি নজরুল মিয়া , বয়স ৩৭ বছর- তার ডান হাতে লাগে। সে আর পালাতে পারেনি, অন্য চারজন পালিয়ে যায়। বিএসএফ জওয়ানরা নজরুলকে উত্তর জেলা হাসপাতালে নিয়ে আসে। সেখানে নজরুলকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তার বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার এলাকার জুড়ির বটুলি গ্রামে। যারা পালিয়ে যায় তাদের নাম জানা যায় সোহেল মিয়া, সুলতান মিয়া, মনটার নিয়া এবং বাচ্চু মিয়া। তারা সবাই ফারুক মিয়া এবং আমিনুল ইসলামের সাথে যোগাযোগ করে আটটি গরুকে পাচারের উদ্দেশ্যে নিতে এসেছিল। পানিসাগর বি এস এফ এর হেডকোয়ার্টারের ওপসের কমান্ডেন্ট কৃপা শংকর শুক্লা জানান পূর্বে গরু পাচারের সাথে বাচ্চু মিয়া যুক্ত ছিল। তার মারা যাবার পর গরু পাচার কিছুটা কমলেও ইদানিং বাংলাদেশিরা আবার সক্রিয় হয় উঠেছে। তাদের বিরুদ্ধেই বিএসএফ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। এদিকে বিএসএফ নজরুল মিয়াকে ধর্মনগর থানার হাতে তুলে দিলেও তার অবস্থা আশঙ্কাজনক। তাকে আগরতলা জিবিতে রেফার করা হয়েছে।