Thursday, March 28, 2024
বাড়িরাজ্যত্রিপুরায় কমেছে অপরাধ, শান্তি প্রতিষ্ঠায় সাফল্য বিজেপি-আইপিএফটি জোট সরকারের: বিপ্লব কুমার দেব

ত্রিপুরায় কমেছে অপরাধ, শান্তি প্রতিষ্ঠায় সাফল্য বিজেপি-আইপিএফটি জোট সরকারের: বিপ্লব কুমার দেব


আগরতলা, ২৮ এপ্রিল (হি.স.) : ত্রিপুরায় অপরাধ দমনে এবং শান্তি প্রতিষ্ঠায় অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে বিজেপি-আইপিএফটি জোট সরকার। পূর্বতন সরকারের তুলনায় অপরাধের হার বর্তমানে অনেক কমেছে। তারই এক খতিয়ান তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
এক টুইট বার্তায় তিনি দাবি করেন, বর্তমান সরকারের আমলে ত্রিপুরায় শান্তি স্থাপিত হয়েছে। রাজ্যে জনগণের বিরুদ্ধে কঠোর অপরাধ ১৫.২৬ শতাংশ হ্রাস পেয়েছে। তেমনি মহিলা সংক্রান্ত অপরাধও অনেক কমেছে। তাঁর দাবি, পূর্বের তুলনায় মহিলা সংক্রান্ত অপরাধ বর্তমানে ১০.১৮ শতাংশ হ্রাস পেয়েছে।

তিনি টুইট বার্তায় আরো লেখেন, ত্রিপুরায় সরকার পরিবর্তন হওয়ার পর অন্যান্য অপরাধের সংখ্যাও আগের তুলনায় অনেক কমেছে। তাঁর দাবি, সম্পত্তি সংক্রান্ত বিবাদ ৬.০৯ শতাংশ, দুর্ঘটনা ৭.৩৫ শতাংশ এবং অন্যান্য অপরাধ ৩৭.৭ শতাংশ হ্রাস পেয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য