Friday, March 29, 2024
বাড়িরাজ্যসুর তুললেন প্রদ্যোত, বললেন তিপ্রাসা বিধায়কের অভাবে তিপ্রাসাদের উন্নয়ন হয় নি

সুর তুললেন প্রদ্যোত, বললেন তিপ্রাসা বিধায়কের অভাবে তিপ্রাসাদের উন্নয়ন হয় নি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ এপ্রিল : তিপ্রাসাদের ভোটে জয়ী হয়ে তিপ্রাসাদের উন্নয়ন করা হয় নি। দীর্ঘ ৭০ বছর ধরে এভাবে বঞ্চিত হতে হচ্ছে তিপ্রাসাকে। তাই তিপ্রাসাকে এক মঞ্চে এসে গ্রেটার তিপরাল্যান্ডের দাবিতে আওয়াজ তুলতে হবে। বৃহস্পতিবার রাজ অন্দরে এক যোগদান সভায় এ কথা জানান তিপ্রা মথার চেয়ারম্যান প্রদ্যোত কিশোর দেববর্মন। এদিন তিনি ঘোষণা দেন ধনপুর থেকে আগামী বিধানসভা নির্বাচনে তিপ্রা মথা লড়াই করবে। জয়ের জন্য রাজ্যে কোন নির্বাচনী কেন্দ্র ছাড়া যাবে না।

বিশেষ করে হেভিওয়েট নেতৃত্ব রয়েছেন, সেইসব বিধানসভা কেন্দ্রগুলিতে তিপ্রা মথা অত্যন্ত গুরুত্বের সাথে লড়াই করতে প্রস্তুত। তবে ধনপুরের মত প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানসভা কেন্দ্রে তিপ্রাসাদের কোন উন্নয়ন লক্ষ্য করা যায়নি ক্ষোভ করে দেন প্রদ্যোৎ। তিনি বলেন উন্নয়ন না হওয়ার পেছনে মূলত কারণ হলো বিধায়ক তিপ্রাসা ছিলেন না এলাকায়। যদি তিপ্রাসারা উন্নয়ন চায় তাহলে বিধায়ক তিপ্রাসার হতে হবে। তাই আজ আরেকবার পরিষ্কার করে দিতে চায় তিপ্রাসা বিধায়ক আগামীদিনের ধনপুর বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করবে। এতে তিপ্রাসাদের উন্নয়ন হবে বলে জানান প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তিপ্রা মথা এবং আই পি এফ টি গ্রেটার তিপরাল্যান্ড আর তিপ্রাল্যান্ড দাবি মিল রয়েছে ৯৯.৯৯ শতাংশ। তাই এক প্লাটফর্মে এসে লড়াই করার জন্য আহ্বান জানান। কারণ আলাদাভাবে দাবি জানালে দিল্লি থেকে দাবি পূরণ করা হবে না, তাই এক মঞ্চে আসার জন্য আহ্বান জানান প্রদ্যোত কিশোর দেববর্মন। পাশাপাশি জিতেন্দ্র চৌধুরীকে প্রদ্যোত কিশোর দেববর্মন ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানান এক মঞ্চে এসে তিপ্রাসা দাবি পূরণ করার জন্য। নাহলে দীর্ঘ ৭০ বছরের মতোই বঞ্চনার শিকার হতে হবে বলে জানান প্রদ্যোত। ধনপুর বিধানসভা কেন্দ্রের যোগদানকারীদের মধ্যে বিজেপি’র ৫০ জন, আই পি এফ টি -র ৪০ জন এবং সিপিআইএমের ৫ জন তিপ্রা মথায় যোগদান করেন। যোগদানকারীদের দলে স্বাগত জানান প্রদ্যোত কিশোর দেববর্মন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য