Saturday, April 13, 2024
বাড়িরাজ্যসর্ব শিক্ষা শিক্ষক-শিক্ষিকাদের বিক্ষোভ

সর্ব শিক্ষা শিক্ষক-শিক্ষিকাদের বিক্ষোভ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ এপ্রিল : সম কাজে সম বেতন পাচ্ছে না সর্ব শিক্ষা শিক্ষক-শিক্ষিকারা। তাই সর্বশিক্ষা শিক্ষক-শিক্ষিকারা শিক্ষা ভবন ঘেরাও করে বিক্ষোভ দেখায় বৃহস্পতিবার। শিক্ষক শিক্ষিকাদের বক্তব্য কেন্দ্রীয় নির্দেশ মেনে দ্বাদশ শ্রেণীতে ৫০ শতাংশ নম্বর ও ডি এল এড করেছেন তারা।

কিন্তু এই ক্ষেত্রে ২০১৯ সালের মার্চ মাসের মধ্যে এই বিষয়টি সম্পন্ন করার নির্দেশ সম্পর্কে তারা অবগত ছিলেন না। তাদের কারুর এপ্রিল বা অক্টোবর মাস পর্যন্ত সময় লেগেছে। অথচ এন সি দেওয়া হচ্ছে না। এর উপর অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদের মতই তাদের কর্তব্য পালন করতে হয়। সম দায়িত্ব পালন করতে হবে। সুতরাং তাদের সমকাজে বেতন প্রদানের দাবি জানান। এই দাবিগুলি নিয়ে অধিকর্তার সঙ্গে কথা বলবেন বলে জানান। প্রতিশ্রুতি পূরন করার দাবি জানান সর্ব শিক্ষার শিক্ষকেরা। নাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানান বঞ্চিত শিক্ষক-শিক্ষিকারা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য