স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ এপ্রিল : বৃহস্পতিবার ৪১ নং ওয়ার্ডের অন্তর্গত কবিরাজ টিলা এলাকার বিভিন্ন জায়গায় পরিদর্শনে জানান মেয়র দীপক মজুমদার। কথা বলেন এলাকায় রাস্তার পাশে থাকা স্থানীয় ব্যবসায়ীদের সাথে। পরবর্তী সময়ে তিনি বলেন, আগরতলা পুর নিগম এলাকায় রাস্তার পাশে কোন বাজার বসতে দেওয়া হবে না।
তাদের ভিন্ন জায়গায় স্থানান্তর করা হবে। রাস্তার পাশে বাজার বসলে নানা বিধ সমস্যা হয়। ঘটতে পারে দুর্ঘটনা। দেখা দেয় যানজট। তাই পুর নিগমবাসীর স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করে এই পদক্ষেপ নিচ্ছে পুর নিগম। শহরের উন্নয়ন ও নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে এই উদ্যোগ পুর নিগমের বলে জানান মেয়র। কবিরাজটিলা এলাকায় রাস্তার উপর ফুটপাতে যে সকল ব্যবসায়ীরা তাদের পসরা সাজিয়ে বসেন তাদের জন্য পুরনিগমের পক্ষ থেকে ২১ টি নব নির্মিত দোকানঘর এর কাজ চলছে। সেই কাজ খতিয়ে দেখেন মেয়র দীপক মজুমদার। সঙ্গে ছিলেন বিধায়ক রেবতী মোহন দাস, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটার অভিজিৎ মল্লিক সহ অন্যান্যরা।