স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা ১৭ মার্চ :টমটম ও গাড়ির মধ্যে সংঘর্ষে আহত হল মোট ৬ জন। ঘটনা রবিবার রাতে বাগবাসা থানাধিন মিশনটিলা বাজার সংলগ্ন ধর্মনগর-বাগবাসা সড়কে। টমটম চালক জানান, ধর্মনগর থেকে পাঁচ জন যাত্রী নিয়ে নিয়ে তিনি বাগবাসার উদ্দেশ্যে যাচ্ছিলেন। মিশনটিলা বাজার সংলগ্ন এলাকায় যাওয়ার পর অপরদিক থেকে আসা একটি অল্টো গাড়ি ওনার টমটমকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এতে করে টমটম চালক সহ টমটমে থাকা ৫ যাত্রী গুরুতর ভাবে আহত হয়। ঘটনার খবর পেয়ে ধর্মনগর দমকল বাহিনীর কর্মীরা আহতদের উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায়। আহতরা হলো অমলেন্দু গোস্বামী, কল্পনা গোস্বামী, শিবেন্দু বীজয় দাম, সোমা দাম, সৌরভ দাম, ও রমেন্দ্র নাথ। তাদের সকলের বাড়ি বাগবাসা এলাকায়।