স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা ১৭ মার্চ : বিকাশ ত্রিপুরায় সরকারের নিত্য সঙ্গী অভাব অভিযোগ। সরকারি দৃষ্টি আকর্ষণ করতে বিভিন্ন সমস্যা নিয়ে প্রতিদিন মানুষ রাস্তায় নামছে। দীর্ঘ ১০ থেকে ১২ বছর ধরে বেহাল অবস্থায় পরিণত হয়ে রয়েছে মাছমারা ভুবনপুর গ্রামের রাস্তাটি। প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ রাস্তাটি সংস্কার করার কারো কোন উদ্যোগ নেই। ফলে প্রতিনিয়ত সমস্যায় পড়তে হচ্ছে এলাকাবাসিদের।
এলাকার এক মহিলা জানান ভুবনপুর গ্রামের মূল রাস্তাটি ১০ থেকে ১২ বছর ধরে বেহাল অবস্থায় পরিণত হয়ে রয়েছে। বেহাল রাস্তার কারনে এলাকায় কোন গাড়ি প্রবেশ করতে পারে না। অতিকষ্টে এলাকায় গাড়ি নিয়ে যেতে হয়। এলাকার লোকজন এই বেহাল রাস্তা দিয়ে ঠিক ভাবে চলাচল করতে পারে না। এলাকার কোন লোক অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয়। এলাকার যাদের গাড়ি রয়েছে তারা বাড়িতে গাড়ি নিয়ে যেতে পারে না। এলাকায় প্রায় শতাধিক পরিবারের বসবাস। বর্ষাকালে এলাকাবাসীর সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয়। এলাকাবাসীর দাবি রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করে দেওয়া হোক। যাতে করে এলাকার লোকজন ঠিক ভাবে চলাচল করতে পারে।