স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা ১৭ মার্চ : বিধায়ক রঞ্জিত দাসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন মহিলা মোর্চার নেত্রীর স্বামী। অভিযোগ পানীয় জলের তীব্র আকাল দেখা দিয়েছে নতুন বাজার যতনবাড়ি সহ বিস্তীর্ণ এলাকা। যতন বাড়ি গর্জনটিলা এলাকার একমাত্র ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যানটি বিকল হয়ে থাকায় অত্র এলাকায় পানীয় জলের তীব্র হাহাকার দেখা দিয়েছে। পানীয় জলের পরিষেবা না পেয়ে ক্ষুব্ধ এলাকার জনগণ। ডি ডব্লিউ এস দপ্তরের আধিকারিক সহ জনপ্রতিনিধিদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন বিক্ষুব্ধ জনগণ।
এমনকি যতনবাড়ি মহিলা মোর্চার ইনচার্জ স্বপ্না দেবের স্বামী, বিধায়ক রঞ্জিত দাসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন। তিনি ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, অত্র এলাকায় বিগত তিনদিন যাবত পানীয় জলের তীব্র হাহাকার দেখা দিলেও বিধায়ক রঞ্জিত দাসের কোনো হেলদোল নেই। বিধায়ক কে ফোন করলেও পাওয়া যায় না বলে অভিযোগ তোলেন। জনগণের ভোটে জয়ী হয়ে বিধায়ক জনগণের খোঁজখবর রাখেন না। এভাবেই আলিশান জীবনযাপন করছেন শাসকদলের একাংশ বিধায়ক। বিলাসবহুল গাড়ি এবং সিকিউরিটি গার্ড নিয়ে ঘুরছেন, অথচ জনগণের দাবি যাওয়ার দিকে গুরুত্ব দিচ্ছে না। এমনটাই অভিযোগ করছে সুশাসন জামানার রাষ্ট্রবাদী বিধায়কদের বিরুদ্ধে। প্রতিদিন পানীয় জলের জন্য মানুষ হাহাকার করছে। অথচ সরকার ঢোল পেটাচ্ছে সুশাসন জামানা চলছে। আন্দোলনে বসার আগে কোন অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে যাচ্ছে সুযোগ সুবিধা। অথচ মৌলিক অধিকার নিয়ে রাস্তায় নামতে হচ্ছে মানুষকে।