স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা ১৭ মার্চ : ত্রিপুরার রেল পরিষেবাকে কাজে লাগিয়ে গোটা দেশে ছড়িয়ে পড়ছে বাংলাদেশী নাগরিক। গত কয়েকদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও প্রশাসনিক ব্যবস্থা দুর্বল হওয়ার কারণে বন্ধ নেই বাংলাদেশী অনুপ্রবেশ। রবিবার আগরতলা বাধারঘাট রেলস্টেশন থেকে আটক এক বাংলাদেশী নাগরিক।
জিআরপি থানার পুলিশ, বিএসএফ, আর পি এফ এবং গোয়েন্দা বিভাগ যৌথভাবে অভিযান চালিয়ে বাংলাদেশে নাগরিককে জালে তুলেছে। ধৃত বাংলাদেশী নাগরিকের নাম মহম্মদ লিটন। বাড়ি বাংলাদেশের কুমিল্লায়। পুলিশ তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জানতে পেরেছে সে মুম্বাই যাওয়ার চেষ্টা করেছিল। তারপর তাকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারা অনুযায়ী মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। সোমবার ধৃত বাংলাদেশীকে আদালতে তুলে পুলিশ। অপরদিকে রেল স্টেশনের মধ্যে একটি টলি ব্যাগ থেকে ১৫ কেজি৫০০ গ্রাম শুকনো গাঁজা আটক করা হয়। জিআরপি থানার ওসি জানান ট্রলি ব্যাগের ভেতর ১৬ প্যাকেট গাঁজা ছিল। যার বাজার মূল্য দুই লাখ ৩২ হাজার ৫০০ টাকা।