Friday, February 7, 2025
বাড়িরাজ্যতুলসীবতি বালিকা বিদ্যালয় ও উমাকান্ত একাডেমীতে বিদ্যাজ্যোতি প্রকল্পের সূচনা

তুলসীবতি বালিকা বিদ্যালয় ও উমাকান্ত একাডেমীতে বিদ্যাজ্যোতি প্রকল্পের সূচনা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ এপ্রিল : রাজ্যের ১০০ টি স্কুলকে বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীনে এনে সি বি এস সি -তে রূপান্তর করার পক্রিয়া চলছে। বুধবার রাজধানীর অন্যতম দুটি স্কুল তুলসীবতি বালিকা বিদ্যালয় ও উমাকান্ত একাডেমীতে এই উদ্যোগের সূচনা হয়।

 এদিন উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, সদর মহকুমা শাসক অসীম সাহা সহ অন্যান্যরা। ফিতা কেটে সূচনা করেন মেয়র। শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। রাজ্যের ১০০ টি স্কুলকে চিহ্নিত করে বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীনে এনে সি বি এস সি- তে রূপান্তর করা হচ্ছে। তারই অঙ্গ হিসাবে রাজধানীর দুটি স্কুলে এই প্রকল্পের সূচনা হয়। এদিন পড়ুয়াদের মধ্যে বিনামূল্যে তুলে দেওয়া হয় বই। স্কুলের শিক্ষক শিক্ষিকা পাঠ দান করবেন। কিন্তু অভিভাবকদের এই ক্ষেত্রে ভূমিকা নিতে হবে। নিয়মিত পড়ুয়াদের স্কুলে পাঠিয়ে তাদের স্কুল মুখী করে শিক্ষার্জনের বিষয়টি সুনিশ্চিত করতে হবে। তবেই এই প্রকল্পের সার্থকতা আসবে বলে জানান মেয়র দিপক মজুমদার। সার্বিক , আন্তরিক সহযোগিতা এবং জনগণের অংশ গ্রহণ আবশ্যক বলে জানান তিনি। এদিন অনুরূপ ভাবে মহারানী তুলসীবতী বালিকা  বিদ্যালয়ে মিশন ১০০-র সূচনা হয়। ক্ষুদে পড়ুয়াদের সঙ্গে কথা বলেন মেয়র সহ অন্যান্য অতিথিরা। এদিনের অনুষ্ঠানে পড়ুয়াদের পাশাপাশি অভিভাবকরাও  উপস্থিত ছিলেন। নতুন পরিকাঠামোয় যে ভাবে শুরু হতে যাচ্ছে তা আগামী দিনে শিক্ষা ক্ষেত্রে বিপ্লব নিয়ে আসবে বলে আশা ব্যক্ত করেন সদর মহকুমা শাসক অসীম সাহা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য