Sunday, February 16, 2025
বাড়িরাজ্যশুরু হতে চলেছে আগরতলা-কলকাতা-ভায়া-ঢাকা বাস পরিষেবা

শুরু হতে চলেছে আগরতলা-কলকাতা-ভায়া-ঢাকা বাস পরিষেবা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ এপ্রিল : ২৮ এপ্রিল থেকে ফের শুরু হতে চলছে আগরতলা-কলকাতা-ভায়া-ঢাকা বাস পরিষেবা। এবিষয়ে টি.আর.টি.সি-র ম্যানেজিং ডাইরেক্টর রাজেশ কুমার দাস জানান বৃহস্পতিবার সকাল ১০ টায় আগরতলা- কোলকাতা ভায়া ঢাকা বাস পরিষেবা চালু হবে। শুক্রবার বাদ দিয়ে প্রতিদিন এই বাস পরিষেবা চালু থাকবে।

যাত্রী পরিষেবার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। আগরতলা থেকে ছাড়ার পর বাসটি ঢাকার কমলাপুরে কিছু সময়ের জন্য থামবে। সংশ্লিষ্ট এজেন্সিকে অনুরোধ জানানো হয়েছে সকল যাত্রিকে বিনামূল্যে পানীয় জলের বোতল সরবরাহ করার জন্য। পাশাপাশি সকালের ব্রেকফাস্টও বিনামূল্যে প্রদান করার করার জন্য বলা হয়েছে। আগরতলা থেকে ঢাকা বাস ভাড়া ৫০০ টাকা। অপরদিকে আগরতলা থেকে কোলকাতা ভায়া ঢাকা বাস ভাড়া ১৮০০ টাকা। আবার ঢাকা থেকে কোলকাতা ভাড়া ১৩০০ টাকা। বাংলাদেশের ভ্রমণ কর ৫০০ টাকা অতিরিক্ত প্রদান করতে হবে। অর্থাৎ আগরতলা থেকে ঢাকা গেলে প্রদান করতে হবে ১০০০ টাকা। আগরতলা থেকে কোলকাতা গেলে মোট ভাড়া প্রদান করতে হবে ২৩০০ টাকা। টি.আর.টি.সি-র ম্যানেজিং ডাইরেক্টর রাজেশ কুমার দাস আরও জানান আখাউরা সীমান্ত অতিক্রম করতে যেন বেশি সময় না লাগে তার জন্য একটি ডেডিকেটেড কাউন্টারের ব্যবস্থা রাখার জন্য বলা হয়েছে। যাত্রীরা যেন দ্রুত ভিসা পেতে পারে তার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের সাথেও কথা বলে হয়েছে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য