Wednesday, March 19, 2025
বাড়িরাজ্যজঙ্গল থেকে এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

জঙ্গল থেকে এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ মার্চ : মঙ্গলবার সকালে রাজধানীর মলয়নগর স্থিত বাইপাসের পাশে এক জঙ্গল থেকে এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার হয়। মৃত ব্যক্তির নাম রণবীর দেব। বয়স ৫৮। তার বাড়ি যোগেন্দ্রনগর কুলুকামিনী টিলা এলাকায়। মৃত ব্যক্তির বোন শংকরী দেবের বক্তব্য, রণবীর দেব ঋণের কারণে গত কয়েক দিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। কিন্তু পরিবারে কোনরকম ঝামেলা নেই। এরই মধ্যে সোমবার বাড়ি ফিরেনি রণবীর।

মঙ্গলবার সকালে স্থানীয়রা দেখতে পায় এলাকায় একটি মৃতদেহ জঙ্গলের মধ্যে ঝুলন্ত অবস্থায় রয়েছে। সাথে সাথে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। মৃত ব্যক্তির বোনের অভিযোগ কোন ভাবে এটা আত্মহত্যা হতে পারে না। মৃতদেহ দেখেই বোঝা যাচ্ছে তার ভাইকে কেউ খুন করেছে। তিনি ঘটনাস্থলে কান্নায় ভেঙে পড়ে সুষ্ঠু তদন্তের দাবী জানান। অপরদিকে পুলিশ জানান মৃতদেহ উদ্ধার হয়েছে বলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে। পরিবারের লোকজনদের সাথে কথা বলে জানতে পেরেছে পারিবারিক কিছু ঝামেলা রয়েছে। যার পরিপ্রেক্ষিতে এই ঘটনা বলে মনে করছে পুলিশ। পুলিশে দিন মৃতদেহের পাশ থেকে মদের বোতল, গ্লাস এবং জুতা উদ্ধার করে। স্থানীয়দের মধ্যে গুঞ্জন উঠেছে হয়তো নেশার আসরে এই ঘটনা সংঘটিত হতে পারে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য