স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ মার্চ : শিয়ালদা-আগরতলা গ্রামী ট্রেনে রুটিন মাফিক তল্লাশি চালিয়ে আরপিএফ এবং জিআরপি থানার পুলিশ ৩৫০ বোতল এস কফ সিরাপ পায়। সোমবার সন্ধ্যায় ট্রেনটি আগরতলা রেল স্টেশনে এসে দাঁড়ানোর পর অভিযান চালিয়ে ৩৫০ বোতল পাওয়া যায়।
কিন্তু কারা এই এসকফ সিরাপ রাজ্যের পাচার করতে নিয়ে এসেছে তাদের জালে তুলতে পারেনি পুলিশ। তবে আটক হওয়া সিরাপের কালোবাজারি মূল্য পায় এক লক্ষ ৭৫ হাজার টাকা হবে বলে পুলিশের ধারণা। আগরতলা জিআরপি থানার ওসি জানান, পুলিশ এখন পর্যন্ত কাউকে সনাক্ত করতে পারেনি। সিসি ক্যামেরার ফুটেজ ঘটনাস্থল পর্যন্ত আওতায় আসে না। তারপরও পুলিশ ঘটনার তদন্ত করছে বলে জানান তিনি।