স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ মার্চ : রাজ্যে এইমস-এর ন্যায় সুপার স্পেশালিটি হাসপাতাল স্থাপনের জন্য সংসদে দাবি জানান সাংসদ রাজীব ভট্টাচার্য। মঙ্গলবার সংসদে জিরো আওয়ারে আলোচনা করতে গিয়ে রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন ২০১৪ সালে কেন্দ্রে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের গতি তরান্বিত হয়েছে। সেই উন্নয়নের চিত্র ত্রিপুরা রাজ্যেও দেখতে পাওয়া যায়। বর্তমানে ত্রিপুরা রাজ্যে ৩ টি মেডিক্যাল কলেজ রয়েছে।
চিকিৎসা ব্যবস্থার উন্নতি করার চেষ্টা চলছে। আগে ত্রিপুরা রাজ্যের শাসন ক্ষমতায় ছিল কমিউনিস্টরা। কমিউনিস্টদের স্লোগান ছিল “দিতে হবে-দিতে হবে, নইলে ভেঙে দাও গুড়িয়ে দাও”। কংগ্রেস ও সিপিএম ত্রিপুরা রাজ্যের উন্নতির জন্য কিছুই করেনি। তারা গরিবদের শুধু ঠকিয়েছে। সাংসদ রাজীব ভট্টাচার্য এইদিন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর নিকট দাবি জানান ত্রিপুরা রাজ্যে এইমস-এর ন্যায় একটি সুপার স্পেশালিটি হাসপাতাল স্থাপন করার জন্য।
এইমস-এর ন্যায় একটি সুপার স্পেশালিটি হাসপাতাল স্থাপন করা হলে ত্রিপুরা রাজ্যের মানুষের উপকার হবে। উল্লেখ্য, ২০১৮ সালে ভারতীয় জনতা পার্টির সরকার রাজ্যের প্রতিষ্ঠিত হওয়ার সময় অন্যতম প্রতিশ্রুতি ছিল এইমস-এর ধাচে রাজ্যে হাসপাতাল নির্মাণ করার। গত কয়েকদিন ধরে রাজ্যে বিরোধীদের গলায়, বিশেষ করে বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরীর মুখ থেকে শোনা গিয়েছিল এই প্রতিশ্রুতি। তিনি বিজেপি সরকারের দ্বিতীয় বর্ষপূর্তিতে প্রশ্ন তুলেছিলেন কেন গত সাত বছরের রাজ্যে এই প্রতিশ্রুতি পূরণ হয়নি? এক কথায় বিরোধী দলনেতা পুনরায় ভারতীয় জনতা পার্টির দ্বিতীয়বারের সরকারকে সাত বছর আগের প্রতিশ্রুতি কথা মনে করিয়ে দিলেন। মঙ্গলবার সেই প্রতিশ্রুতি পূরণ করতে সাংসদ রাজীব ভট্টাচার্য সংসদে দাবি জানান।