Saturday, March 15, 2025
বাড়িরাজ্যবিভিন্ন প্রকল্প ও কর্মসূচির বিষয়ে পশ্চিম ত্রিপুরা জেলা স্তরের সচেতনতা কর্মশালা

বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির বিষয়ে পশ্চিম ত্রিপুরা জেলা স্তরের সচেতনতা কর্মশালা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ মার্চ :  সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির বিষয়ে পশ্চিম ত্রিপুরা জেলা স্তরের সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার আগরতলার প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হয় এই কর্মশালা। কর্মশালার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিংকু রায়।

এছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ অন্যান্যরা। মন্ত্রীর টিংকু রায় বলেন, বেনিফিশিয়ারিরা যাতে সঠিকভাবে সুযোগ-সুবিধা পেতে পারে তার জন্য আজকে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। এই কর্মশালার মধ্য দিয়ে পঞ্চায়েতের জনপ্রতিনিধি এবং কর্পোরেটরদের বিভিন্ন প্রকল্পের সম্পর্কে অবগত করা হবে। যাতে মানুষের কাছে সঠিকভাবে প্রকল্পের সুবিধা পৌঁছায়। প্রসঙ্গত রাজ্যে যে সকল প্রকল্পের মাধ্যমে বিভিন্ন সমাজ কল্যাণ মুখী কাজ পরিচালিত হচ্ছে সেগুলির মধ্যে রয়েছে, শিশু কল্যাণ কর্মসূচি,সক্ষম অঙ্গনওয়াড়ি এবং পোষণ ২.০, পোষণ অভিযান, মুখ্যমন্ত্রী মাতৃ পুষ্টি উপহার, সামাজিক সহায়তা প্রকল্প: সামাজিক ভাতা, দিব্যাঙ্গজন কল্যাণ সহ অন্যান্য সব প্রকল্পগুলি ঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে প্রকল্পগুলি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি হচ্ছে কিনা সে সকল বিষয়ে  আজকের এই কর্মশালায় আলোচনা হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য