স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ মার্চ : প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে মঙ্গলবার শুকর পালন বিষয়ক রাজ্য ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত হয়। রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২ নম্বর হলে এই কর্মশালার আয়োজন করা হয়। এই আলোচনায় মূল বিষয় বস্তু ছিল কিভাবে শুকরকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করা যায়। উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। মন্ত্রী সুধাংশু দাস জানান, রাজ্যে শুকরের মানুষের চাহিদা অনেক বেশি।
এছাড়াও রাজ্যের মধ্যে মাংসের চাহিদা অনেক বেশি। রাজ্যের ৯৮ শতাংশ মানুষ মাংসের উপর নির্ভরশীল। তবে মাঝেমধ্যে দেখা যায় বিভিন্ন ফার্মে কিংবা বিভিন্ন গ্রামে শুকরের মধ্যে রোগ দেখা দেয়। এদিকে দপ্তর সতর্ক থেকে ঝুঁকি এড়াতে শুকর সুরক্ষার জন্য উদ্যোগ নিয়েছে। এরই অঙ্গ হিসেবে আজকের এই কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে ভেটেনারি চিকিৎসকদের অবগত করা হবে কিভাবে সোয়ান ফ্লু -র মত ঝুঁকিপূর্ণরূপ থেকে শুকর রক্ষা করা যাবে। মন্ত্রী আরো বলেন রাজ্যের মধ্যে বহু বেকার আজ শুকর প্রতিপালন করে স্বনির্ভর হয়েছে। এর মাধ্যমে রাজ্যের বেকারত্ব দূর হচ্ছে। আগামী দিন কিভাবে পশু পালনে রাজ্যের যুব যুবতীরা স্বনির্ভর হতে পারে সেদিকে বিশেষ গুরুত্ব দিয়ে চলেছে দপ্তর। মাংসে রাজ্য বর্তমানে স্বয়ংভর বলে অভিমত ব্যক্ত করলেন মন্ত্রী।