স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ অক্টোবর : সম্প্রতি বাংলাদেশে দুর্গা পুজার সময় থেকে শুরু করে এখনো পর্যন্ত সংখ্যালঘুদের ওপর যে সকল ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখ জনক বিষয় ও লজ্জাজনক। বাংলাদেশে মুক্তি যুদ্ধের সময় থেকে ভারত বাংলাদেশের মধ্যে মৈত্রীর সম্পর্ক রয়েছে। এই সম্পর্কে চক্রান্ত ও ষড়যন্ত্র করে নষ্ট করার জন্য মৌলবাদি শক্তি গুলি সক্রিয় হয়ে উঠেছে।
স্বাভাবিক ভাবেই প্রমানিত সম্পূর্ণ ঘটনা চক্রান্ত করে করা হয়েছে। বাংলাদেশের ঘটনার পর এক জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেখা গেছে ধৃত ব্যক্তি একটি মৌলবাদি সংস্থা থেকে এসেছে। এই ধরনের মৌলবাদিদের কোথাও স্থান নেই। বাংলাদেশ প্রশাসনের উপর বিশ্বাস রয়েছে। বাংলাদেশ প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে। মঙ্গলবার রাজ্যে এসে এম বি বি বিমান বন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটা জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি আরও বলেন বাংলাদেশের সংখ্যা লঘুদের নিরাপত্তা ও তাদের প্রতিষ্ঠান গুলিকে রক্ষা করার জন্য বাংলাদেশ সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করে বিশ্বের কাছে বার্তা দেওয়া প্রয়োজন।