Tuesday, March 18, 2025
বাড়িরাজ্য২১ নং ওয়ার্ড এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে ওয়ার্ড অফিসে ডেপুটেশন

২১ নং ওয়ার্ড এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে ওয়ার্ড অফিসে ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ মার্চ : ২১ নং ওয়ার্ড এলাকার মধ্যে মশার ঔষধ স্প্রে প্রতিনিয়ত করা, এ সময়ের মধ্যে মশার বার বাড়ান্তে অতিষ্ঠ এলাকাবাসী। তাই মশার উপদ্রব থেকে রেহাই পেতে স্প্রে দেওয়া। অপর দাবিটি হলো ওয়ার্ড এলাকার অন্তর্গত জগহরি মুড়া এলাকার পুকুর পাড়ের চারদিক জঞ্জালমুক্ত রাখা, ড্রেইন সর্বদা আবর্জনা মুক্ত রাখা, চিত্তরঞ্জন এলাকার রাস্তা সংস্কার করা, বিশেষ করে এলাকার গলি পথ মেরামত করার দাবিতে সোমবার ভারতের কমিউনিস্ট পার্টি মধ্য বনমালীপুর অঞ্চল কমিটির পক্ষ থেকে ২১ নং ওয়ার্ড অফিসে ডেপুটেশন প্রদান করা হয়। 

 পরবর্তী সময় একটি পথসভার আয়োজন করা হয় পুরাতন মোটর স্ট্যান্ড পাগলা দেবতা বাড়ির সামনে। উপস্থিত ছিলেন সিপিআইএম মধ্য বণমালীপুর অঞ্চল কমিটি নেতা অমল চক্রবর্তী। তিনি বলেন, ২০১৮ সালে পর রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার ক্ষমতায় বসে। সোমবার স্বামী বিবেকানন্দ ময়দান থেকে নিজের ঢাক নিজে পিটিয়েছে এই সরকার। অথচ আগরতলা শহরের মধ্যেই পুর নিগমের মধ্যে তাদের ব্যর্থতার ছাপ ফুটে উঠেছে। মশার উপদ্রবে মানুষ বাড়ি ঘরে অফিস আদালতে থাকতে পারছে না। অপরদিকে কাজ ও খাদ্যের চরম সংকট চলছে। এগুলো নিয়ে যদি প্রতিবাদ জানায় তাহলে মানুষের বাড়ি ঘরের উপর সন্ত্রাস নামিয়ে আনছে শাসক দলের দুর্বৃত্তরা। তিনি আরো বলেন, রাজ্যে অপশাসন এবং ডাবল ইঞ্জিন সরকারের স্বৈর শাসন চলছে। আধা ফ্যাসিস্ট রাজত্ব সৃষ্টি করে রেখেছে। তাই জনগণকে নিয়ে রাস্তায় নামার সিদ্ধান্ত নিয়েছে প্রধান বিরোধী দল। জনগণে প্রধান বিরোধী দলের কাছে শেষ হাতিয়ার বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য