স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ মার্চ : মেডিকেল কলেজ থেকে বিশ্ববিদ্যালয়, পুলিশ সুপার দপ্তর থেকে ট্রাফিক দপ্তর, টি এফ ডি পি সি থেকে পঞ্চায়েত পর্যন্ত বিজেপি নেতৃত্বে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ও কেলেঙ্কারি চলছে। এমনটাই অভিযোগ তুলে সোমবার ছাত্র যুব ভবন থেকে ডি ওয়াই এফ আই এবং টি ওয়াই এফ -এর যৌথ উদ্যোগে এক মিছিল সংঘটিত হয়। উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদক নবারুণ দেব, বিধায়ক নারায়ণ সরকার সহ অন্যান্যরা।
ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন, দুর্নীতি রমরমা চলছে রাজ্যের পুলিশের সদর দপ্তর, ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তরে। এই দুর্নীতি গুলি মুখ্যমন্ত্রীর দপ্তরে সংগঠিত হচ্ছে। মানুষ যাতে প্রতিবাদ করতে না পারে তার জন্য সন্ত্রাসমূলক কার্যকলাপ করে দাবিয়ে রাখা চেষ্টা করছে সরকার। তাই এর বিরুদ্ধে এবং সরকারের মুখোশ খুলে দিতে রাস্তায় নেমেছে বাম যুব সংগঠন গুলি বলে জানান তিনি। এদিন মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।