স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ মার্চ : ফ্রী ফায়ার গেইমে যুক্ত হয়ে মেলাঘর তেলকাজলার দ্বাদশ শ্রেণী পড়ুয়া এক ছাত্রী এক যুবকের সঙ্গে পালিয়ে গেল বহির্রাজ্যে। জানা যায়, মেলাঘর তেল কাজলা ৫ নম্বর ওয়ার্ড এলাকার এই মেয়েটি দ্বাদশ শ্রেণীতে পড়ুয়া। তার মোবাইল লাগবে, স্কুলের পড়াশোনা ও অনলাইনে ক্লাস করার জন্য। তাই মা, বাবা শখ করে মেয়েকে মোবাইল কিনে দেন। আর সেই মেয়ে মোবাইলে ফ্রী ফায়ার গেইমে আসক্ত হয়ে বহির্রাজের এক যুবকের সঙ্গে পালিয়ে যায়।
সে তেল কাজলা গ্রাম পঞ্চায়েতের মনির হোসেনের মেয়ে তানিয়া আক্তার। সে এবার দ্বাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা দিয়েছে। সে তিন দিন আগে বাড়ি থেকে মেলাঘর যাওয়ার কথা বলে ফ্রী ফায়ারে আসক্ত হওয়া বিহারের সনু কুমার নামে এক যুবকের সঙ্গে পালিয়ে যায়। এ বিষয়ে মনির হোসেন মেলাঘর থানা একটি মামলাও করেন, কিন্তু মেয়ের বয়স ১৮ হওয়া প্রশাসন এ ব্যাপারে কোন হস্তক্ষেপ করছে না। এদিকে তিন দিন অতিক্রান্ত হওয়া যাওয়ার পর এখন পর্যন্ত মেয়ে উদ্ধার হয়নি। মেয়ে বেঁচে আছে কিনা সেটা পর্যন্ত বলতে পারছে না অসহায় মা-বাবা। পুলিশের কাছে গিয়ে পর্যন্ত কোনো রকম সহযোগিতা মিলছে না। থানায় গেলে পুলিশ শুধু বলে ম্যাডাম নেই, পরে যাওয়ার জন্য। তারপর এভাবে কয়েকবার থানায় চক্কর কাটিয়ে অবশেষে ফোনে সান্তনা পেলেন ছাত্রীর বাবা, পুলিশ বলেছে বিষয়টি দেখবে। অথচ তিন দিন অতিক্রান্ত হয়ে যাচ্ছে কিন্তু মেয়ের কোন খোঁজ পাচ্ছে না বলে জানান।