স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ মার্চ : বিলোনিয়া ১ নং টিলা বাজার থেকে হাতেনাতে আটক এক নেশাকারবারী। ধৃত নেশাকারবারী নাম অর্জুন বৈদ্য। সোমবার সকালে বিক্রয়ের উদ্দেশ্যে অর্জুন বৈদ্য পকেটে ব্রাউনসুগারের কোটা নিয়ে বিলোনিয়া ১ নং টিলা বাজারে ঘুরাঘুরি করছিল। তখন বাজারের ব্যাবসায়ীদের তাকে দেখে সন্দেহ হয়। সাথে সাথে বাজারের ব্যবসায়ীরা তাকে আটক করে তল্লাশি চালায়। অর্জুন বৈদ্যর পকেট থেকে উদ্ধার হয় ৩০ টি ব্রাউন সুগারের কৌটা।
তখন বাজারের ব্যবসায়ীরা তাকে বেধে রেখে বিলোনিয়া থানার পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর বাজারের ব্যাবসায়ীরা নেশা সামগ্ৰী সহ কুখ্যাত নেশা কারবারী অর্জুন বৈদ্যকে পুলিশের হাতে তুলে দেয়। জানা যায় ধৃত অর্জুন বৈদ্য দক্ষিণ জেলার নেশাকারবারীদের মধ্যে অন্যতম একজন। তার বাড়ি বিলোনিয়া থানাধীন ত্রিপুরা বাজারের সরকার টিলা এলাকায়।