Saturday, February 15, 2025
বাড়িরাজ্যশিশু সুরক্ষা কমিশনের দায়বদ্ধতা তুলে ধরলেন চেয়ারপার্সন

শিশু সুরক্ষা কমিশনের দায়বদ্ধতা তুলে ধরলেন চেয়ারপার্সন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ এপ্রিল : ২০১৩ সালের ৩০ নভেম্বর রাজ্য শিশু সুরক্ষা কমিশনের আত্ম প্রকাশ ঘটে। ২০১৮-র ১১ জুলাই শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন হিসাবে দায়িত্ব পান নীলিমা ঘোষ। দায়িত্ব গ্রহণের পর তিন বছর অতিক্রান্ত হয়েছে। ধ্বংসাবশেষ ছিল আগে। শিশুদের জন্য কিছু করার উদ্দেশ্য নিয়ে কাজ করা শুরু করেন তিনি।

তাদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে কর্ম উদ্যোগ নেওয়া হয়। ৭ জনের কমিটি গঠন করে শুরু হয় কাজ। দ্বিতীয় বার দায়িত্ব পেয়ে ফের এই কমিটিতে কিছু বদল আনা হয়েছে। দিন রাত কাজ করে গেছে শিশু সুরক্ষা কমিশন। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে অবগত করেন শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন নীলিমা ঘোষ। ১ জানুয়ারী থেকে ২৬ এপ্রিল পর্যন্ত কি কি কাজ করেছে শিশু সুরক্ষা কমিশন তা বিস্তারিত তুলে ধরেন তিনি। এখনও পর্যন্ত ১৬ টি মামলা শিশু সুরক্ষা কমিশনের কাছে এসেছে। তার মধ্যে পরিসমাপ্তি ঘটেছে ৪ টি মামলার। বকেয়া রয়েছে ১২ টি মামলা। সবরপাড়া, সিপাহীজলা, গোমতী জেলায় সচেতনতা মূলক শিবির করা হয়েছে। ২৪ টি স্কুলে শিশু বিবাহ রোধের উপর আলোচনা সভা করার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু ১২ টি করার পর পরীক্ষার জন্য তা স্থগিত রাখতে হয়। পরীক্ষার পর বাকী স্কুল গুলিতে এগুলি সম্পন্ন করা হবে। দত্তক নেওয়ার উপর আলোচনা অনুষ্ঠান করা হয়েছে রাজধানীতে। আগামী দিনে সমগ্র রাজ্যে চাইল্ডস রাইটস ক্লাব খোলা হবে। জাতীয় কমিশনের ফান্ড স্কুলে স্কুলে দেওয়া হবে। তারাই এই ক্লাব পরিচালনা করবে। শিশুদের স্কুল ও বাড়ি গিয়ে কথা বলা হবে। তাদের ব্যাগের ওজন কমানোর জন্য প্রচার চালানো হবে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য