স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ এপ্রিল : বৃদ্ধাশ্রম এবং দিব্যাঙ্গনদের জন্য আশ্রম করতে চাইলে সরকার সহযোগিতা করতে প্রস্তুত। কারণ বর্তমানে যেসব বৃদ্ধাশ্রম এবং দিব্যাঙ্গনদের জন্য আশ্রম রয়েছে সেগুলিকে সরকারের পক্ষ থেকে প্রতিবছর আর্থিক সহযোগিতা করা হয়।
ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের ষষ্ঠ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে মঙ্গলবার রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। ত্রিপুরার প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘ ছোট মজদুর সংগঠন। খুব কম বেতন নিয়ে তারা কাজ করেন। এই কাজ যথেষ্ট ঝুঁকি প্রবন। এধরনের কাজের মাধ্যমে প্রতিটি বাড়িতে যাওয়ার সুযোগ পান তারা। তাদের অনেক দায়িত্ব রয়েছে। কোন ধরনের সমস্যা হলে অনেক ঘরে রান্না বন্ধ হয়ে যাবে। সেবার সুযোগ পেয়েছেন তারা। এই সেবার মানসিকতা তাদের মধ্যে রাখতে হবে। কর্মচারীদের মধ্যে সেবার মানসিকতা থাকলে রাজ্যের অগ্রগতি দ্রুত ত্বরান্বিত হবে বলে জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এদিন পরে রক্তদান শিবির ঘুরে দেখেন অতিথিরা। একই সঙ্গে বড়জলা স্থিত অবলম্বন বৃদ্ধাশ্রমে বৃদ্ধ মায়েদের নিয়ে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।