স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৭ মার্চ : রাজ্যের সাধারণ ডিগ্রী কলেজ গুলোর মধ্যে পরীক্ষার দিনক্ষণ প্রকাশ করা হয়েছে। কিন্তু পরীক্ষার দিনক্ষণ প্রকাশ হওয়ার পর রাজ্যের সর্বত্র সাধারণ ডিগ্রী কলেজ গুলোর পরীক্ষার্থীদের মধ্যে একটা উদ্বেগ সৃষ্টি হয়েছে। একই দিনে ছাত্র-ছাত্রীরা কিভাবে দুটো পরীক্ষা দেবে এ নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা। এর বিরুদ্ধে সরব হয়েছে এন এস ইউ আই। যার কারনে অধিকর্তার কাছে ডেপুটেশন দিল এন এস ইউ আই -এর একটি প্রতিনিধি দল।
একই দিনে যাতে দুটি পরীক্ষায় বসতে না হয় এর জন্য পরীক্ষার দিনক্ষণের পুনরায় সূচি প্রকাশের দাবি জানানো হয় তাদের তরফে। এন এস ইউ আই এর তরফে দাবী করা হয়েছে রাজ্যের বর্তমান শিক্ষা ব্যবস্থা অভিভাবকহীন। অভিভাবকহীন হওয়ার কারণে মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেদের মধ্যে দ্বৈরথ সৃষ্টি করছে। যার খেসারত দিতে হচ্ছে রাজ্যের ছাত্র-ছাত্রীদের। অধিকর্তা তাদেরকে আশ্বস্ত করেছেন পরীক্ষার দিনক্ষণের সূচি পুনরায় প্রকাশ করা হবে।