স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৭ মার্চ : ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এই দিনটি উদযাপন উপলক্ষে আগের দিন অর্থাৎ শুক্রবার ত্রিপুরা মহিলা কমিশনের কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ত্রিপুরা রাজ্য মহিলা কমিশন শুরুর দিন থেকে যারা এই কমিশনে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে এসেছেন তাদেরকে বিশেষ সম্মান প্রদান করা হয় এদিন।
অতীতে যারা দায়িত্ব পালন করেছিলেন তাদের কাছ থেকে মূল্যবান পরামর্শ গ্রহণ করেন বর্তমান পরিচালন কমিটির প্রতিনিধিরা। যা বর্তমান পরিচালন কমিটিকে আগামী দিনে পথ চলতে এবং মহিলাদের পাশে দাঁড়াতে আরো বেশি পরিবারের সাহায্য করবে বলে অভিমত ব্যক্ত করেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্না দেববর্মা। তাদের হাত ধরে ১০ জন দৈনিক কর্মক্ষমতা সম্পূর্ণ নারীকে সংবর্ধিত করা হয়।