Wednesday, March 19, 2025
বাড়িরাজ্যটিটিএএডিসি-র বাজেট অধিবেশনে ২০২৫-২৬ অর্থ বছরের জন্য পেশ করা হয়

টিটিএএডিসি-র বাজেট অধিবেশনে ২০২৫-২৬ অর্থ বছরের জন্য পেশ করা হয়

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৭ মার্চ : শুক্রবার অনুষ্ঠিত হয় টিটিএএডিসি-র বাজেট অধিবেশন। এইদিন টিটিএএডিসি-র বাজেট অধিবেশনে ২০২৫-২৬ অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট পেশ করেন টিটিএএডিসি-র মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণ চন্দ্র জমাতিয়া। টিটিএএডিসি-র ২০২৫-২৬ অর্থ বছরের জন্য এইদিন তিনি ১ হাজার ৮৪০ কোটি ৭৫ লক্ষ টাকার বাজেট পেশ করেন।

 বাজেট পেশ করে তিনি দাবি করেন বিগত বছরের তুলনায় এই বছর ২৬.৫৭ শতাংশ বাজেট বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি তিনি জানান প্রস্তাবিত বাজেটের ১ হাজার ৮৪০ কোটি ৭৫ লক্ষ টাকার মধ্যে ৬০ শতাংশ টাকা ব্যয় করা হয়েছে পরিকাঠামো সহ অন্যান্য উন্নয়ন খাতে। ৩৪ শতাংশ অর্থ ব্যয় করা হবে সেলারি সহ অন্যান্য খাতে। প্রাক্তন এমডিসি, চেয়ারম্যানদের পেনশন খাতে ব্যয় করা হবে ৬ শতাংশ টাকা। শূন্য পদ পূরণের জন্য ১৮০ কোটি টাকা ব্যয় বরাদ্দ ধরা হয়েছে।

এই ক্ষেত্রে রাজ্য সরকারের সহযোগিতা প্রয়োজন। তাই এই বিষয়ে রাজ্য সরকারের নিকট প্রস্তাব প্রেরন করা হবে। রাজ্য সরকারের কাছ থেকে অনুমোদন মিললে এই শূন্য পদ পূরণের উদ্যোগ নেওয়া হবে।টিটিএএডিসি-র নিয়োগের জন্য পরীক্ষার ক্ষেত্রে আনসার কি ফাঁস হয়ে যাওয়ার ঘটনার বিষয়ে বিবৃতি দিতে গিয়ে টিটিএএডিসি-র মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণ চন্দ্র জমাতিয়া বলেন ঘটনার বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে। তবে পরবর্তী সময় পুনঃরায় পরীক্ষা নেওয়া হয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট পাস হওয়ার পর এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। এইদিনের বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে টিটিএএডিসি-র এমডিসি-রা একাধিক বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন। সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীরা এই সকল প্রশ্নের জবাব দেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য