স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৭ মার্চ : ত্রিপুরা রাজ্যের অন্যতম স্বর্ণ শিল্প প্রতিষ্ঠান স্বর্ণকমল জুয়েলার্সের স্বর্ণ-শ্রী সম্মান ২০২৫ প্রদান করা হয় শুক্রবার। প্রতিবছরের ন্যায় বিশ্ব নারী দিবসকে সামনে রেখে সকল নারী শক্তিকে সম্মান জানিয়ে এইদিন রাজ্যের ১২ জন নারীকে বিশেষ স্বর্ণ-শ্রী সম্মান প্রদান করা হয়। শুক্রবার আগরতলা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা, ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা, বিশিষ্ট সমাজসেবী নীলাঞ্জনা চৌধুরী, স্বর্ণ কমল জুয়েলার্সের কর্ণধার গোপাল চন্দ্র নাগ, ডাইরেক্টর জয় নাগ ও দিবাকর নাগ। ২০২৫ সালের সেরা স্বর্ণ-শ্রী প্রদান করা হয় সেবা সহায়তা পরিষদের সম্পাদিকা শ্বাশ্বতি দাসকে। এছাড়াও বিশেষ মানবিক উল্লেখযোগ্য অবদানের কথা মনে রেখে বিদ্যা ওয়েলফেয়ার সোসাইটিকে বিশেষ আর্থিক সাহায্য প্রদান করা হয়। এইদিনের অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী সান্তনা চাকমা বলেন আন্তর্জাতিক নারি দিবস একটা গুরুত্বপূর্ণ দিন। সমগ্র দেশের পাশাপাশি রাজ্যেও সরকারি বেসরকারি উদ্যোগে আন্তর্জাতিক নারি দিবস পালন করা হয়। শুধুমাত্র আন্তর্জাতিক নারি দিবসে নয় প্রতিদিন মহিলাদেরকে সম্মান জানাতে হবে পুরুষদের। অপরদিকে পুরুষদেরকেও মহিলাদের সম্মান জানাতে হবে। তবেই একটা দেশ, রাজ্য, সমাজ সংস্কৃতির উন্নয়ন হবে। মহিলারা সমাজের মেরুদণ্ড। মহিলাদের বাদ দিয়ে কোন কাজ করা যায় না। মহিলাদের গুরুত্ব অপরিসীম।