Friday, March 21, 2025
বাড়িরাজ্যআন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ত্রিপুরা সরকারের উদ্যোগে বহুমুখী কর্মসূচী

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ত্রিপুরা সরকারের উদ্যোগে বহুমুখী কর্মসূচী



আগরতলা, ৭ মার্চ (হি.স.) : ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ত্রিপুরা সরকার বিভিন্ন কমসূচী নিয়েছে। শুক্রবার আগরতলায় মহাকরণে সাংবাদিক সম্মেলনে একথা জানান সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়। এবারে নারী দিবসে ত্রিপুরা সরকারের বিশেষ থিম “রাজ্য থেকে বাল্য বিবাহ ও অন্যান্য সামাজিক ব্যধী নির্মূল করতে সম্মিলিত আন্দোলনের সূচনা এবং মহিলা ক্ষমতায়ণ”।

মন্ত্রী টিংকু রায় সাংবাদিক সম্মেলনে জানান, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে প্রতিটি দপ্তরে শুক্রবার শপথবাক্য পাঠ করা হয় এবং দপ্তরের যোগ্য মহিলা কর্মচারীদের সম্বর্ধনা জানানো হবে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে রাজ্যভিত্তিক মূল অনুষ্ঠান হবে আগামী ১৩ মার্চ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের এক নম্বর হলে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।

সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী আরও জানান, অনুষ্ঠানে সাফল্য অর্জনকারী মহিলা সিডিপিও, মহিলা আইসিডিএস সুপারভাইজারদের সম্বর্ধনা জানানো হবে। সেইসাথে দক্ষ অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকাদের পুরস্কৃত করা হবে। ত্রিপুরা মহিলা কমিশন-এর উদ্যোগে এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের সহযোগীতায় ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে এক বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হবে। ৮ মার্চ শনিবার সকাল ৭ টা ৩০ মিনিটে এই র‍্যালী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হবে। র‍্যালীটি কামান চৌমুহনী হয়ে মেলারমাঠে ত্রিপুরা মহিলা কমিশন-এর কার্যালয়ের সামনে শেষ হবে।

ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবসের সকালে আগরতলায় রাজ্য ভিত্তিক মহিলাদের মিনি ম্যারাখন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিকালে উমাকান্ত স্টেডিয়ামে ত্রিপুরা স্পোর্টস স্কুলের মহিলা খেলোয়াড় ও স্বসহায়ক দলের মহিলা সদস্যদের মধ্যে বন্ধুত্বপূর্ণ মহিলা ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মন্ত্রী টিংকু রায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য