Monday, March 17, 2025
বাড়িরাজ্য জন ঔষধি কেন্দ্র ঘুরে দেখলেন সাংসদ রাজীব ভট্টাচার্য

 জন ঔষধি কেন্দ্র ঘুরে দেখলেন সাংসদ রাজীব ভট্টাচার্য

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ মার্চ : কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার আহবানে সাত আগস্ট তথা শুক্রবার জন ঔষধি দিবস উদযাপন করা হয় সারা দেশে। গোটা দেশের মতো এদিন রাজ্যসভার সাংসদ রাজিব ভট্টাচার্য্য রাজধানীর আইজিএম হাসপাতালে গিয়ে জনঔষধি কেন্দ্র ঘুরে দেখেন। তিনি কথা বলেন, লাভার্থী এবং কর্মীদের সাথে।

 তারপর তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, জন ঔষধি কেন্দ্র দ্বারা দেশের গরীব অংশের মানুষ সহজলভ্যে ঔষধ ক্রয় করতে পারছে। ২০১৪ সালের আগে এই জন ঔষধি ব্যবস্থা চালু থাকলেও বর্তমানে পরিষেবার গুণগতমান অনেক বেশি বাড়ানো হয়েছে। ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত দেশে ৭৬৮ টি জেলার মধ্যে ১৫ হাজার জন ঔষধি কেন্দ্র স্থাপন করা হয়েছে। যার মাধ্যমে গরীব অংশের মানুষ উপকৃত হচ্ছে। ত্রিপুরার মধ্যেও আইজিএম হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালে এই পরিষেবা চালু রয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য