স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ মার্চ : অবশেষে দুদিন পর গোমতী নদীতে ভেসে উঠলো বহিঃরাজ্যের শ্রমিক মনোজ স্বর্ণকারের মৃতদেহ। শুক্রবার সকালে এলাকাবাসীরা গুদারাঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় শ্রমিকের মৃতদেহটি ভাসমান অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নতুন বাজার থানার পুলিশ।
ঘটনার বিবরণে জানা যায়, গত বুধবার সকাল সাড়ে নয়টা নাগাদ মনোজ স্বর্নকার স্নান করার জন্য গোমতী নদীতে যায়। দীর্ঘক্ষণ সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরেও মনোজ ভাড়াটিয়া ঘরে ফিরছে না দেখে তার সহকর্মীরা তাকে খোঁজতে বের হয়।
গোমতী নদীর পারে মোবাইল জুতা পাওয়া গেলেও মনোজের কোনো সন্ধান না পেয়ে তার সহকর্মীরা বিষয়টি নূতন বাজার থানায় অবগত করে। ধারণা করা হয় স্নান করতে গিয়ে নদীর জলে তলিয়ে গেছে ওই বহিঃ রাজ্যের শ্রমিক। নতুন বাজার থানার পুলিশের পাশাপাশি যতনবাড়ি দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে তল্লাশি অভিযানে হাত লাগায়। পরবর্তী সময় খবর দেওয়া হলে টিএসআর পঞ্চম বাহিনী ও করবুক মহকুমা প্রশাসনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা দল ঘটনাস্থলে পৌঁছে জোড় দাঁড় তল্লাশি অভিযান চালায়। এইদিকে বৃহস্পতিবার সকাল থেকে পাঁচটা পর্যন্ত তল্লাশি অভিযান চালালেও নিখোঁজ শ্রমিকের কোনো সন্ধান পায়নি। শুক্রবার সকালে মৃতদেহ দেখতে পেয়েছে স্থানীয়রা।