Friday, March 21, 2025
বাড়িরাজ্যপশুপাখি সুরক্ষার জন্য ভেটেনারি চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি করতে কর্মশালা

পশুপাখি সুরক্ষার জন্য ভেটেনারি চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি করতে কর্মশালা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ মার্চ : ত্রিপুরা প্রানী সম্পদ উন্নয়ন বিভাগের উদ্যোগে শনিবার আগরতলা প্রজ্ঞা ভবনে পশুপাখি সুরক্ষার জন্য ভেটেনারি চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি করতে এক কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার উদ্বোধন করেন প্রানী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস।

তিনি সাংবাদিকদের সাক্ষাৎকার দিয়ে বলেন, রাজ্যে যেসব ভেটেনারি ডাক্তার রয়েছেন তাদের দক্ষতা বৃদ্ধির জন্য এই কর্মশালার আয়োজন করা হয়েছে। বর্তমান মরশুমে প্রতিদিন আবহাওয়া এবং পরিবেশের উপর পরিবর্তন আসছে। এই অবস্থাতে পশুপাখি বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং বিভিন্ন রোগের পশুপাখি আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই ভেটেনারি চিকিৎসকদের এই বিশেষ কর্মশালার মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সুতরাং এক কথায় কিভাবে পশু পাখি সুরক্ষিত রেখে পরিবেশ নির্মল রাখা যায় তার জন্য এই বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে বলে জানান মন্ত্রী সুধাংশু দাস। আয়োজিত এ দিনের কর্মশালায় উপস্থিত ছিলেন ভেটেনারি চিকিৎসকরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য