স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ মার্চ : ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় জড়িত এক অভিযুক্তকে গ্রেপ্তার করল আমতলী থানার পুলিশ। অভিযুক্ত রাষ্ট্রবাদী দলের সমর্থিত সুকান্ত চৌধুরী। সোমবার তাকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের চাকরি নিয়ে বড়সড়ো জাল বিছিয়েছে একটি চক্র। তারা মানুষের কাছ থেকে বিভিন্নভাবে চাকরি দেওয়ার নাম করে মোটা অংক হাতিয়ে নিচ্ছে। লাগাতার আমতলী থানায় অভিযোগ জমা পড়ার পর পুলিশ তদন্ত নামে।
তদন্তে নেমে আমতলী থানার পুলিশ রাষ্ট্রবাদী দলের এক অভিযুক্তকে জালে তুলেছে। সোমবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। আমতলী থানার ওসি জানান, ধৃত ব্যক্তির নাম সুকান্ত চৌধুরী। তার বিরুদ্ধে মামলা হওয়ার পর পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। সে বেকার যুবক-যুবতীদের চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আদায় করেছে। অভিযুক্তের দুই দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তুলে পুলিশ।
উল্লেখ্য, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে কান পাতলেই শোনা যায়, মণ্ডল সভাপতির স্ত্রী গ্রুপ-ডি পদে স্থায়ী চাকরির জন্য ভাগ্যবান হিসেবে তালিকায় স্থান পেয়েছেন। অথচ ওপেন বোর্ড থেকে কোনভাবে সার্টিফিকেট আদায় করে সেই সার্টিফিকেট জমা দিয়েছেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে। সেই সার্টিফিকেটটি জাল কি না তা তদন্ত করে দেখার প্রয়োজন মনে করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গ্রুপ-ডি পদে চাকরি করবেন অথচ জেরক্স করতে পারেন না বলেও একাংশদের অভিযোগ। আরো অভিযোগ, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে কারা নিয়োগ পাবে। কত টাকা দিতে হবে তা ঠিক করে দেন এক প্রভাবশালী নেতা। সেখানে মুখ্যমন্ত্রীর নির্দেশকেও পাত্তা দেওয়া হচ্ছে না।