স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ মার্চ : ২০১৪ সালে দেশে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার সময় প্রধানমন্ত্রীর স্লোগান ছিল দুর্নীতির বিরুদ্ধে। কিন্তু গত ১১ বছরে দুর্নীতিতে ছেয়ে গেছে দেশ। কিন্তু কোন দুর্নীতির তদন্ত নেই। বরং আগের সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ইডি এবং সিবিআই তদন্ত দিয়েছে।
অথচ দুর্নীতি প্রমাণ করতে পারেনি বিজেপি নেতৃত্বাধীন নরেন্দ্র মোদির সরকার। একই সাথে ত্রিপুরা রাজ্যেও ২০১৮ সাল থেকে দুর্নীতি চলছে। পঞ্চায়েত থেকে মহাকরণ পর্যন্ত চলছে এই দুর্নীতি। বিজেপি নেতারা অর্থ লুট করার প্রতিযোগিতায় নেমেছেন। এ দুর্নীতির বিরুদ্ধে কংগ্রেস সারা দেশের মতো ত্রিপুরাতেও আন্দোলন শুরু করেছে। কারণ কংগ্রেসই একমাত্র রয়েছে যারা বিজেপির বিরুদ্ধে দেশে লড়াই করছে। কংগ্রেসের বিকল্প নেই।
স্বাধীন মতামত ব্যাখ্যা করার একমাত্র দল কংগ্রেস। তাই সকলকে এগিয়ে এসে কংগ্রেসকে আরো শক্তিশালী করার জন্য জনগনের কাছে আহ্বান জানান প্রদেশ কংগ্রেসের প্রবক্তা প্রবীর চক্রবর্তী। তিনি বলেন, দেশের অর্থনৈতিক ব্যবস্থার উপরও বিপর্যয় নামিয়ে এনেছে এই সরকার। গত কয়েক মাসে শেয়ার বাজারে এত পতন ঘটেছে যা গত ৪০ থেকে ৪৫ বছরে হয়নি। পাশাপাশি তিনি এই দিন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বলেন বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পে ৪৫০ কোটি টাকার হদিস নেই। এর বিরুদ্ধে কোন তদন্তের উদ্যোগ নেই সরকারের বলে জানান তিনি।