স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ মার্চ : পশ্চিমবঙ্গে আন্দোলনরত ছাত্রদের উপর তৃণমূল ছাত্র পরিষদের বর্বরোচিত হামলার প্রতিবাদে মঙ্গলবার আগরতলা স্থিত উজ্জয়ন্ত প্রসাদের সামনে এ আই ডি এস ও সর্ব ভারতীয় অঙ্গীকার দিবস পালন করে।
বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন এ আই ডি এস ও -র রাজ্য সভাপতি রামপ্রসাদ আচার্য্য। তিনি বলেন, সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চলাকালীন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রীর কনভয় এক ছাত্রকে চাপা দেওয়ার প্রতিবাদে সোমবার এআইডিএসও পশ্চিমবঙ্গের সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট আহ্বান করেছিল। আগে থেকেই ঘোষনা করা হয়েছিল পরীক্ষার্থীরা এই ধর্মঘটের আওতায় বাইরে।
কিন্তু ধর্মঘটের সমর্থনে এদিন পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ স্বতঃস্ফূর্ত সাড়া দিলেও টিএমসিপি ও দুষ্কৃতী বাহিনী এবং পুলিশ বর্বরোচিত ভাবে আন্দোলনকারী ছাত্র ছাত্রীদের উপর ঝাঁপিয়ে পড়ে। এতে সারা রাজ্যে ৩৫ জন ছাত্রছাত্রী আক্রান্ত হয়। যার মধ্যে ১৩ জন গুরুতর ভাবে আহত হয় এবং ১১ জনকে পুলিশ গ্রেপ্তার করে। এদিন সন্ধ্যায় এবিভিপি ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্রছাত্রীদের উপর আক্রমণ করে এবং তাদের দাবি সম্বলিত সমস্ত পোষ্টার, ফ্ল্যাগ ছিড়ে ফেলে দেয়। এই ঘটনার প্রতিবাদে সর্বভারতীয় কমিটি দেশব্যাপী অঙ্গীকার দিবস পালনের সিদ্ধান্ত নেয়। এরই অঙ্গ হিসেবে এআইডিএসও ত্রিপুরা রাজ্য কমিটি আগরতলায় বিপ্লবী ক্ষুদিরাম বসুর মূর্তির সামনে এক বিক্ষোভ সভা অনুষ্ঠিত করে। তিনি আরো বলেন ছাত্রছাত্রীদের গনতান্ত্রিক আন্দোলনে এই ধরনের আক্রমণ অমানবিক এবং নজীরবিহীন। কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে উচ্ছশৃঙ্খতা, দাদাগিরিতে পঠনপাঠনের স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে। যার ফলে সমাজে অন্যায়, অত্যাচার ক্রমশ বাড়ছে।