স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ মার্চ : মঙ্গলবার ত্রিপুরা রাজ্য সমবায় ইউনিয়ন এ ডি নগর স্থিত নাবার্ডের ত্রিপুরা আঞ্চলিক কার্যালয় ও ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড একটি কর্মশালার আয়োজন করে। এই কর্মশালায় ২৪ টি প্রাইমারি এগ্রিকালচারাল এন্ড ক্রেডিট সোসাইটি এবং লার্জ এরিয়া মাল্টি প্রপোজ সোসাইটিকে পরিকাঠামোগত সহায়তার লক্ষ্যে সমবায় উন্নয়ন তহবিল থেকে এক লক্ষ টাকা করে সহায়তা প্রদান করা হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন নাবার্ডের জেনারেল ম্যানেজার অনিল কোটমিরে, তাছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ভজন চন্দ্র রায় সহ অন্যান্যরা।
নাবার্ডের জেনারেল ম্যানেজার অনিল কোটমিরে প্রাইমারি এগ্রিকালচারাল এন্ড ক্রেডিট সোসাইটি এবং লার্জ এরিয়া মাল্টি প্রপোজ সোসাইটির পরিকাঠামো উন্নত করার গুরুত্বের উপর জোর দিয়ে কর্মশালায় নির্দেশনা দেন। তিনি ব্যাখ্যা করেছেন যে ব্যাপক সহায়তা পরিকল্পনার মাধ্যমে যে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে তার লক্ষ্য কৃষক এবং গ্রামীণ সম্প্রদায়কে আরও ভালভাবে সেবা করা, সমবায় প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করা, মানুষকে স্বনির্ভর করে তোলা।