Friday, March 21, 2025
বাড়িরাজ্যআত্মসমর্পণকারী জঙ্গিদের সাথে মন্ত্রীর বৈঠক

আত্মসমর্পণকারী জঙ্গিদের সাথে মন্ত্রীর বৈঠক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ মার্চ : বিভিন্ন সময় ধাপে ধাপে সরকারের বিভিন্ন প্রতিশ্রুতি পেয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে জঙ্গিরা। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী তাদেরকে যে সকল সুযোগ সুবিধা প্রদানের কথা সেই গুলি সবগুলি এখনো পূরণ হয় নি। পাশাপাশি আত্মসমর্পণকারী বৈরীরা আরও একাধিক নতুন দাবিকে সামনে নিয়ে এসেছে। এই দাবি গুলি পূরণ করার লক্ষ্যে ইতিপূর্বে পাঁচবার জাতীয় সড়ক অবরোধ করেছে তারা। গত ২৫ ফেব্রুয়ারি ২১ দফা দাবিকে সামনে রেখে বড়মুড়ায় সড়ক অবরোধ করে আত্মসমর্পণকারি বৈরীরা।

 তখন প্রশাসনের পক্ষ থেকে তাদের আশ্বস্ত করা হয়েছিল চার মার্চ তাদের সাথে বৈঠকে বসবেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। সেই মোতাবেক মঙ্গলবার মহাকরণে মন্ত্রী বিকাশ দেববর্মা বৈঠক করেন আত্মসমর্পণকারী জঙ্গিদের সংগঠন টি ইউ আই আর পি সি -র সাথে। বৈঠকে মন্ত্রী আত্মসমর্পণকারী জঙ্গিদের বিভিন্ন দাবি যাওয়া সম্পর্কে অবগত হন। আত্মসমর্পণকারী জঙ্গিরা মূলত দাবী জানান তাদের প্রতিশ্রুতি মোতাবেক বাসস্থানের সুবন্দোবস্ত করা, তাদের ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে উচ্চশিক্ষা পর্যন্ত খরচ সরকার বহন করা, তাদের বিরুদ্ধে যে সমস্ত মামলা রয়েছে সেগুলি অবিলম্বের প্রত্যাহার করা। মন্ত্রী আশ্বস্ত করেছেন যে সমস্ত সমস্যাগুলি তাদের রয়েছে সেগুলি নিরসন করা যায় কিনা সেদিকে গুরুত্ব দেওয়া হবে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের আধিকারিক। তাদের সমস্যাগুলো নিয়ে আধিকারিকদের সাথে মন্ত্রী আলোচনা করেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য