স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ মার্চ : কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের চরম গাফিলতি। অল্পের জন্য প্রানে বাঁচলেন এক রোগী। ঘটনা মেলাঘর হাসপাতালে। জানা যায় সোমবার রাতে মেলাঘর রাজঘাট এলাকা থেকে সুলেখা সরকার নামে এক রোগীকে শ্বাস কষ্ট জনিত কারনে মেলাঘর হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজন।
মেলাঘর হাসপাতাল থেকে একটি অর্ধ সমাপ্ত অক্সিজেন সিলিন্ডার দিয়ে সুলেখা সরকারকে পাঠিয়ে দেওয়া হয় জিবি হাসপাতালের উদ্দেশ্যে। কিছু দূর আসার পর দেখা যায় অক্সিজেন সিলিন্ডার থেকে কোন অক্সিজেন বের হচ্ছে না। সাথে সাথে পরিবারের লোকজন সুলেখা সরকারকে বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। বিশ্রামগঞ্জ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা অক্সিজেন সিলিন্ডারটি ঠিকঠাক করে দিয়ে সুলেখা সরকারকে বিশালগড় হাসপাতালে পাঠিয়ে দেয়।
কিন্তু বিশালগড় হাসপাতালের উদ্দেশ্যে আসার সময় মাঝ পথে আবারো অক্সিজেন সিলিন্ডার থেকে অক্সিজেন বের হওয়া বন্ধ হয়ে যায়। এইদিকে রোগী সুলেখা সরকার গাড়িতে ছটফট করছিল। সাথে সাথে তাকে নিয়ে যাওয়া হয় বিশালগড় হাসপাতালে। বিশালগড় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক দ্রুত নতুন অক্সিজেন সিলিন্ডার লাগিয়ে দেয়। তারপর সুলেখা সরকারের শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হয়। এবং বিশালগড় হাসপাতাল থেকে এ্যাম্বুলেন্স দিয়ে সুলেখা সরকারকে জিবি হাসপাতালে প্রেরন করে দেওয়া হয়।