স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ মার্চ : খোয়াইয়ে মারুতি গাড়ি থেকে আটক প্রচুর শুকনো গাঁজা। মঙ্গলবার সকালে কমলপুরের উদ্দেশ্যে যাওয়ার সময় আটক করে পুলিশ। পুলিশ গ্রেপ্তার করেছে চালককে। এদিন গাড়িটি বেলফাং নাকা পয়েন্টে আটক করা হয়।
তল্লাশি চালিয়ে মারুতি সুজুকি গাড়ি থেকে পুলিশ প্রায় অর্ধ কুইন্টাল শুকনো গাঁজা উদ্ধার করে। উদ্ধারকৃত গাঁজা বাজেয়াপ্ত করেছে পুলিশ। সিজ করা হয়েছে গাড়িটি। গ্রেপ্তার করা হয়েছে চালক নির্মল দাস দেববর্মাকে। তার বাড়ী রাধানগর। পুলিশ এন ডি পি এস ধারা অনুযায়ী একটি মামলা হাতে নিয়েছে। উদ্ধার করা গাঁজার মূল্য কম করেও আনুমানিক পাঁচ লক্ষ টাকার মতো হবে বলে পুলিশের ধারণা।