Sunday, March 16, 2025
বাড়িরাজ্যআইপিএফটি -র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আইপিএফটি -র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ মার্চ : চার মার্চ আইপিএফটি -র প্রতিষ্ঠা বার্ষিকী। এ প্রতিষ্ঠা বার্ষিকী দিনটি দলের কর্মী সমর্থকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মঙ্গলবার আই পি এফ টি দলের দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ১৬ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। আগরতলা সুপারি বাগান স্থিত দশরথ দেব স্মৃতিভবনে হয় এই অনুষ্ঠান। ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকে পতাকা উত্তোলন করেন দলের সভাপতি প্রেম কুমার রিয়াং।

এছাড়া উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ দলের অন্যান্য নেতৃত্ব। ২০০৯ সালে প্রাক্তন মন্ত্রী তথা দলের প্রাক্তন সভাপতি এন সি দেববর্মার নেতৃত্বে আই পি এফ টি দল গঠন করা হয়। মূলত তখন থেকে গত ১৬ বছর ধরে সরকারের কাছে দাবি জানিয়েছে ত্রিপুরার স্বশাসিত জেলা পরিষদের এলাকাকে পৃথক রাজ্য তিপ্রাল্যান্ড হিসেবে গঠন করার। আর এই দাবিকে সামনে রেখে আইপিএফটি বিভিন্ন সময় নানা কর্মসূচি সংগঠিত করে আসছে। আগামী দিনও জনজাতিদের অস্তিত্ব রক্ষার স্বার্থে তিপ্রাল্যান্ডের দাবি গণতান্ত্রিকভাবে ভারত সরকারের কাছে করা হবে। মন্ত্রী আর বলেন, বর্তমান পরিস্থিতিতে আবারো ঘুরে দাঁড়াতে পেরেছে আইপিএফটি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য