স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ মার্চ : আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে কর্মসূচি হাতে নিয়েছে প্রদেশ মহিলা কংগ্রেস। পাশাপাশি ১১ মার্চ রাজধানীতে শক্তি প্রদর্শন করবে প্রদেশ কংগ্রেস। এই দুইটি কর্মসূচিকে সামনে রেখে সোমবার প্রদেশ কংগ্রেস ভবনে প্রদেশ মহিলা কংগ্রেসের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
এইদিনের বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সহ অন্যান্যরা। প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী জানান ৮ মার্চ আন্তর্জাতিক নারি দিবস উপলক্ষ্যে প্রদেশ কংগ্রেস ভবনে এক কর্মসূচির আয়োজন করা হয়েছে। পাশাপাশি ১১ মার্চ রাজধানীতে প্রদেশ কংগ্রেসের জনসমাবেশ অনুষ্ঠিত হবে। এই দুইটি কর্মসূচিকে সফল করার জন্য এইদিন মহিলা কংগ্রেসের নেত্রীদের নিয়ে বৈঠক করা হয়েছে।