স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ মার্চ : উদয়পুরের শালগড়া এলাকা থেকে গ্রেপ্তার দুই বাংলাদেশি যুবক। উদয়পুর আরকে পুর থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। ধৃতরা অবৈধভাবে তিন মাস পূর্বে ভারতে আসে। রবিবার রাতে সালগড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে আরকে পুর থানার পুলিশ ধৃতরা হল বিশ্ব দাস ও দেবাশিস কুমার দাস।
তাদের বাড়ী বাংলাদেশের চট্টোগ্রামে। ধৃত দুই যুবক স্বীকার করে তিন মাস পূর্বে তারা ভারতে আসে। বিলোনিয়া সিমান্ত দিয়ে তারা ভারতে এসেছে অবৈধভাবে। উদয়পুর শালগড়া এলাকার এক বাড়িতে তারা ভাড়া থাকত। রবিবার রাতে সেই ভাড়া বাড়ি থেকে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। সোমবার ধৃতদের আদালতে সোপর্দ করে পুলিশ।