স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ মার্চ : সোমবার সাত দিনের উন্নত প্রশিক্ষণের জন্য ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট নয়া দিল্লিতে কৃষকদের একটি প্রতিনিধি দল রওনা হয়েছেন। ১২ মার্চ পর্যন্ত দিল্লিতে কৃষকরা উন্নত প্রশিক্ষণ নিবেন। আগরতলায় বাধার ঘাট রেল স্টেশনে কৃষি মন্ত্রীর উপস্থিতিতে রেল দিয়ে তারা দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। প্রশিক্ষণে যাওয়ার মূল উদ্দেশ্য হলো যাতে রাজ্যে ফলন বৃদ্ধি করার।
মন্ত্রী রতন লাল নাথ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ত্রিপুরা থেকে প্রথমবার কৃষকদের ১০ টি টিম দিল্লি পাঠানো হচ্ছে। সেখানে উন্নত মানের প্রশিক্ষণ দেওয়া হবে কৃষকদের। কৃষকরা সেখানে গবেষণা কেন্দ্র ঘুরে দেখার সুযোগ পাবে এবং বিজ্ঞানীদের সাথে কথা বলবে। মন্ত্রী বলেন গ্রামে না গেলে বোঝা যাবে না রাজ্যে কৃষকদের কতটা উন্নয়ন হচ্ছে বলে জানান মন্ত্রী। এদিকে ধলাই জেলার পিন্টু শর্মা নামে এক কৃষক জানান, আধুনিক ব্যবস্থার মাধ্যমে ফলন উৎপাদন বৃদ্ধি করার দিকে গুরুত্ব দিয়ে প্রশিক্ষণে যাওয়ার মূল উদ্দেশ্য। কারণ কৃষকদের ফলন বৃদ্ধি পেলে অর্থনৈতিকভাবেও তারা উন্নতি হবে। রাজ্য থেকে মোট ২০ জন কৃষক দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। মোট সাত দিনের প্রশিক্ষণ বলে জানান কৃষক পিন্টু শর্মা।