স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ মার্চ : রবিবার রাতে আগরতলা রেল স্টেশনে জিআরপি থানার পুলিশ এবং আরপিএফ যৌথভাবে দুই মহিলা গাঁজা পাচারকারীকে আটক করে। ধৃত দুই মহিলার নাম রিতা দেবী, বাড়ি বিহারের বৈশালী জেলায় এবং সুনিতা দেবী, বাড়ি বিহারের পাটনায়।
তাদের কাছ থেকে পুলিশ ২১ কেজি ৬৫ গ্রাম শুকনো গাঁজা আটক করে। তারা রেল দিয়ে রাজ্যের বাইরে গাঁজা নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারা অনুযায়ী মামলা হাতে নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। জিআরপি থানার ওসি আরো জানান, তাদের সাথে কারা জড়িত রয়েছে সেটা তদন্ত করতে সোমবার তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়।