স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ মার্চ : আগামী ১১ মার্চ রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনি এলাকায় প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন দাবি সামনে রেখে এক জনসভার আয়োজন করা হবে। এরই প্রস্তুতির অঙ্গ হিসেবে রবিবার অল ত্রিপুরা কংগ্রেসের অসংগঠিত শ্রমিক সংগঠনের উদ্যোগে এক সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।
তিনি বলেন, আগামী ১১ মার্চ জয় বাপু, জয় ভীম, জয় সংবিধানের কেন্দ্রীয় জমায়েত আগরতলা শহরে অনুষ্ঠিত হবে। ওরিয়েন্ট চৌমুহনিতে হবে এই জমায়েত। এই জমায়েতে কেন্দ্রীয় নেতৃত্ব সহ যুব কংগ্রেসের আইকন কানাইয়া কুমারকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। একই সাথে প্রদেশ কংগ্রেসের শাখা সংগঠনের নেতৃত্ব ও কর্মী সমর্থকরা উপস্থিত থাকবেন। আসন্ন জনসভার প্রস্তুতি হিসেবে আজকের এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলে জানান তিনি। প্রদেশ কংগ্রেস সভাপতি আরো বলেন, দীর্ঘদিন পর কংগ্রেস পুরো শক্তি নিয়ে মাঠে নামছে।
এই জনসভা থেকে বিভিন্ন প্রতিবন্ধকতার বিরুদ্ধে এবং মানুষের গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার আহবানে আওয়াজ তোলা হবে বলে জানান তিনি। আরো বলেন, রাজ্যের উন্নয়নের নামে ব্যাপক দুর্নীতি সংগঠিত হচ্ছে। এর বিরুদ্ধে সোচ্চার হতে কংগ্রেস মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে।