স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ মার্চ : রবিবার রাজধানীর জ্যাকসন গেইট স্থিত টি জি ই এফ -এর কনফারেন্স হলে অল ত্রিপুরা উইভার্স এন্ড আর্টিজেন এসোসিয়েশনের উদ্যোগে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি প্রয়াত বলাই গোস্বামীর স্মৃতিতে এক স্মরণ সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্যী, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ আরো অন্যান্যরা।
অনুষ্ঠানের উপস্থিত সকলের প্রয়াত জেলা সভাধিপতি বলাই গোস্বামীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধা জানান। সংসদ রাজীব ভট্টাচার্য সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, গত ১৩ এপ্রিল প্রয়াত হয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলার সভাধিপতি, টিআরটিসি চেয়ারম্যান এবং দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব বলাই গোস্বামী। এটা অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক ঘটনা। তিনি রাজ্যের হ্যান্ডলুম হ্যান্ডিকেফটসের চেয়ারম্যান ছিলেন। আর্টিজনদের সাথে তার অত্যন্ত নিবিড় সম্পর্ক ছিল। তাই তারাও এই স্মরণ সভার আয়োজন করে শ্রদ্ধা নিবেদন করেছেন।