স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ অক্টোবর : দুর্গা পুজায় বাংলাদেশে মূর্তি ভাংচুর সহ মন্দির আক্রমণ ও হত্যার মত ঘটনার মাধ্যমে সারা বাংলাদেশে তান্ডব সৃষ্টি করা হয়েছে। এই ধরনের ঘটনা অত্যন্ত দুঃখ জনক। ইতিমধ্যেই সমস্ত মানুষ প্রতীবাদ ও প্রতিরোধের ঝড় তুলছে।
তাদের সঙ্গে সংগতি জ্ঞাপন করে ত্রিপুরা জন জাগরণ মঞ্চ। যে শক্তি এই কাণ্ড ঘটাচ্ছে তাদের চিহ্নিত করে কঠোর শাস্তি প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ সরকার আরো কড়া পদক্ষেপ নিক তার দাবি জানায় ত্রিপুরা জনজাগরণ মঞ্চ। মঙ্গলবার জন জাগরণ মঞ্চের এক প্রতিনিধি আগরতলা স্থিত সহকারী হাই কমিশন কার্যালয়ে গিয়ে সহকারী হাই কমিশনার মহম্মদ জুবায়েদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে এই ঘটনার প্রতীবাদ জানানোর পাশাপাশি একটি চিঠি বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে তুলে দেন। ২০ লক্ষ বাঙালির রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়। তাকে বিনষ্ট করার চক্রান্ত চলছে। এই ক্ষেত্রে বাংলাদেশ সরকারকে আরো কঠোর পদক্ষেপ নেওয়ার বার্তা দেন ত্রিপুরা জন জাগরণ মঞ্চের সভাপতি নকুল দাস।