স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ ফেব্রুয়ারি : ১৩ দফা দাবিকে সামনে রেখে শ্রম কমিশনারের নিকট ডেপুটেশান প্রদান করল সি.আই.টি.ইউ। চা ও রাবার বাগানের জমি বে-আইনি দখল বন্ধ করা, শ্রমিকদের মজুরী বৃদ্ধি করা, বাসস্থানের জায়গা দেওয়া ও উৎপাদিত রাবার ব্যবহার করে রাজ্যে শিল্প-কারখানা গড়ে তোলা সহ ১৩ দফা দাবিকে সামনে রেখে সি.আই.টি.ইউ শুক্রবার শ্রম কমিশনারের নিকট ডেপুটেশন প্রদান করে।
এইদিন মেলার মাঠস্থিত সিআইটিইউ অফিসের সামনে থেকে এক মিছিল সংগঠিত করা হয়। মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শ্রম দপ্তরের সামনে গিয়ে শেষ হয়। সেখান থেকে এক প্রতিনিধি দল শ্রম কমিশনারের কার্যালয়ে গিয়ে ডেপুটেশন প্রদান করে। উপস্থিত ছিলেন সিআইটিইউ-র রাজ্য কমিটির সাধারন সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা। শঙ্কর প্রসাদ দত্ত জানান রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর শ্রম জিবি অংশের মানুষের অবস্থা খারাপের দিকে যেতে শুরু করেছে। রাজ্যে বাগিচা শিল্পের সাথে যুক্ত শ্রমিকদের জন্য বামফ্রন্ট সরকারের সময় একের পর এক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিজেপি সরকার প্রতিষ্ঠার পর সেই সকল সিদ্ধান্ত বাস্তবায়ের জন্য কোন ধরনের উদ্যোগ গ্রহণ করা হয় নি। মালিক শ্রেণীর স্বার্থে বিজেপি সরকার কাজ করে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।