Friday, March 21, 2025
বাড়িরাজ্যব্রেকথ্রু সায়েন্স সোসাইটির উদ্যোগে বিজ্ঞান দিবস উদযাপন

ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির উদ্যোগে বিজ্ঞান দিবস উদযাপন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ ফেব্রুয়ারি : ২৮ ফেব্রুয়ারী দিনটিকে ১৯৮৭ সাল থেকে দেশজুড়ে জাতীয় বিজ্ঞান দিবস হিসাবে পালন করা হয়। পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বিজ্ঞান শিক্ষা ও মৌলিক জ্ঞানচর্চার প্রতি ছাত্র ছাত্রীদের উৎসাহ বৃদ্ধি ও দেশবাসীর মধ্যে বিজ্ঞানমনস্কতা গড়ে তোলার উদ্দেশ্য নিয়ে এই দিনটি উদযাপন করা শুরু হয়েছিল। কিন্তু স্বাধীনতার ৭৫ বছরেরও বেশী সময়কালে দেশে বিজ্ঞান ও প্রযুক্তিতে অভূতপূর্ব উন্নতি হলেও দেশের অধিকাংশ মানুষ এখনো মধ্যযুগীয় কুসংস্কার, অন্ধবিশ্বাস ও অজ্ঞানতায় ডুবে আছে।

 এই বিষয়টিকে মাথায় রেখে সকলকে কুসংস্কার দূর করে বিজ্ঞান মানসিকতায় চলার আহ্বান জানিয়ে ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির উদ্যোগে অন্যান্য বছরের ন্যায় এই বছরও বিজ্ঞান দিবস পালন করা হয়। রাজধানীর প্যারাডাইস চৌমুহনীতে দিনটি পালন করা হয়। উপস্থিত ছিলেন ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি ত্রিপুরা শাখার ইনচার্জ তিলক চক্রবর্তী। তিনি বিজ্ঞান দিবস পালনের গুরুত্ব তুলে ধরেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য