স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ ফেব্রুয়ারি : গোপন খবরের ভিত্তিতে ব্রাউন সুগার বিক্রেতার বাড়িতে হানা দিল এনসিসি থানার পুলিশ। বৃহস্পতিবার ভোর চারটা নাগাদ পুলিশ রাজধানীর দুর্জয় নগর এলাকায় ব্রাউন সুগার বিক্রেতা সাগর দেবনাথের বাড়িতে অভিযান চালায়। প্রায় চার গ্রাম হেরোইন আটক করে তার বাড়ি থেকে। একই সাথে প্রচুর ব্রাউন সুগারের খালি কৌটা এবং নগদ ৪ হাজার ২৮০ টাকা আটক করা হয়।
তারপর পুলিশ অভিযুক্ত সাগর দেবনাথ এবং তার সহযোগী বিপ্লব দেবনাথকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। অভিযুক্ত সাগর দেবনাথ টমটম চালক। সে আগরতলা শহরে বিভিন্ন জায়গায় টমটম চালিয়ে ব্রাউন সুগার বিক্রি করে বলে পুলিশের কাছে খবর রয়েছে। অভিযুক্ত দুজনে বিরুদ্ধে এনডিপিএস ধারা অনুযায়ী মামলা হাতে নেয় পুলিশ। পুলিশ জানায়, দুজনকে আদালতে তুলে পুলিশ রিমান্ডে আনা হবে। তাদের সাথে আরো কারা যুক্ত রয়েছে সে বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে।